শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Logo
রাকসুর ৮ কেন্দ্রের ফল

ভিপি পদে চারগুণ ভোটে এগিয়ে শিবিরের প্রার্থী

Journalist Name

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৩:১৭এএম

ভিপি পদে চারগুণ ভোটে এগিয়ে শিবিরের প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত আটটি হলের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে প্রায় চারগুণ বেশি ভোট পেয়েছেন তিনি।

একইভাবে জিএস পদে আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন ছাত্রশিবিরের প্রার্থী ফাহিম রেজার চেয়ে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সর্বশেষ শাহমখদুম হলের ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, ওই হলে সর্বোচ্চ ৭৩২ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ১৭৩ ভোট।

এ পর্যন্ত ঘোষিত আটটি হলের মোট ফলাফলে জাহিদের প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৭৮টি, আর আবির পেয়েছেন ১ হাজার ৪৭৬ ভোট।

জিএস পদে শাহমখদুম হলে সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৭৩২ ভোট এবং ফাহিম রেজা পেয়েছেন ২৯৭ ভোট। এ পর্যন্ত আম্মারের মোট ভোট ৫ হাজার ২৩৭টি, আর ফাহিম রেজার ২ হাজার ৭৮১টি।

এজিএস পদে ছাত্রশিবিরের প্যানেলের সালমান সাব্বির শাহমখদুম হলে পেয়েছেন ৩৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৬৮ ভোট। আটটি হলে সালমানের মোট ভোট ২ হাজার ৯৬৪টি এবং এষার ২ হাজার ২৮৭টি।

এ পর্যন্ত ঘোষিত আটটি কেন্দ্রেই ভিপি পদে জাহিদ, জিএস পদে আম্মার এবং এজিএস পদে সালমান এগিয়ে রয়েছেন। প্রতিটি পদের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন যথাক্রমে আবির, ফাহিম ও এষা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল রয়েছে—এর মধ্যে ছেলেদের ৬টি ও মেয়েদের ১১টি। এখনও ছেলেদের ৯টি হলের ফল ঘোষণা বাকি। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর মেশিনে ব্যালট গণনা শেষে পর্যায়ক্রমে ফল ঘোষণা করা হচ্ছে।