প্রখ্যাত অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন। আজ (১৯ জুলাই) তার জন্মদিন। এদিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ভেসে যাচ্ছেন তিনি। চিরতরুণ এই তারকাকে নানা শুভেচ্ছাবাণিতে সিক্ত করছেন তার সহকর্মীরাও।
জন্মদিন নিয়ে আফজাল হোসেন বরাবরই অনাড়ম্বর। তিনি বলেন, ‘নিজের জন্মদিন নিয়ে কখনোই খুব বেশি ভাবি না। কাছের কিছু মানুষ দিনটি উদ্যাপন করেন, আমি তাদের ভালোবাসায় সাড়া দিই।’
বয়স নিয়ে তার ভাবনা সহজ ও গভীর। তিনি মনে করেন, ‘বয়স আসলে সংখ্যামাত্র। কেউ যদি তার কাজ ভালোবেসে করে, আনন্দ নিয়ে করে, তাহলে তার চেহারায় তা প্রতিফলিত হয়। মানুষ তখন তাকে দেখে বলে, ‘আপনি তো আগের মতোই আছেন।’ সেই কাজের আনন্দই মানুষের বয়সের ছাপ মুছে দেয়।’
জন্মদিনে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আনন্দ নিয়ে কাজ করে যেতে পারি, এই চাওয়াটাই সবচেয়ে বড়।’
১৯৫৪ সালের এই দিনে সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একটি নাম। অভিনয়, নির্মাণ, চিত্রাঙ্কন, লেখালেখি; সবখানেই তিনি রেখেছেন দক্ষতার ছাপ।
চারুকলায় পড়াকালীন সময়েই ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে তার অভিনয়যাত্রা শুরু। এরপর সত্তরের শেষদিকে টেলিভিশনে পা রাখেন। আশির দশকে হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেতা। অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাণেও সমান দক্ষ। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে তার সুনাম দেশজুড়ে।