বর্তমানে দেশে হরহামেশাই নানা রাজনৈতিক দলকে তাদের বিভিন্ন কর্মসূচিতে আপত্তিকর স্লোগান ব্যবহার করতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষকে কথা বলতে দেখা গেছে। এবার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। গতকাল শনিবার ৯ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শাহনাজ খুশি লেখেন, ‘‘হায় রে শ্লোগান?! একটা সময় শ্লোগান শুনলে দেশের জন্য মন উত্তাল হয়ে উঠতো। সব দলের আর্দশ প্রকাশ পেতো, তাদের মিছিল- শ্লোগানে! এখন শ্লোগান শুনলে দ্রুত ফোনের সাউন্ড অফ করি, চারপাশে কেউ আছে নাকি দেখি!
বাচ্চা, বয়োজেষ্ঠোরা পাশে থাকলে লজ্জায় মাথা নত হয়ে যায়! ছিঃ! কি ভাষা?! অনেক অসভ্য শ্লোগানের সাথে আজ দেখলাম নতুন আরেকটা যুক্ত হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় সারা দুনিয়া দেখেছে। এই আমাদের দেশ!! কারো কিচ্ছু যায় আসে না।’’
এই অভিনেত্রী আরও লেখেন, ‘‘রাজনীতি করতে শিক্ষা লাগে স্যার!! সেটা প্রকৃত শিক্ষা, শুধু সার্টিফিকেট নয়!! আক্রোশ দিয়ে কিছু দিন ক্ষমতা ধরে রাখা যায়, মানুষ ধরে রাখা যায় না! অবশ্য মানুষ এখন আর লাগেও না! মানুষকে আর কে ভাবছে!?’’
অভিনেত্রীর এই পোস্টে ভক্তরাও সমর্থন জানিয়ে তার কথায় একমত পোষণ করেন।