বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

জন্মদিনে কী কী উপহার পেলেন শ্রাবন্তী

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৫:৩৪পিএম

জন্মদিনে কী কী উপহার পেলেন শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার নিয়ে বহুবার চর্চায় এসেছে। বুধবার (১৩ আগস্ট) এ অভিনেত্রীর জন্মদিন।  এর জন্য আজ সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, কলাকাতার ইএম বাইপাস সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন শ্রাবন্তী। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাত থেকে তার বাড়িতে অতিথিদের আনাগোনা। কেউ এনেছেন কেক, কেউ আবার উপহারে ভরিয়েছেন টলিপাড়ার নায়িকাকে। পাশাপাশি একের পর এক শুভেচ্ছার ফোন।

এ দিন কাজ, বিতর্ক, রাজনীতি কোনো কিছু নিয়ে কথা বলতে রাজি নন শ্রাবন্তী। বিশেষ দিনে শুধুই খাওয়া-দাওয়া আর ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটানোয় তার লক্ষ্য।

শ্রাবন্তী বলেন, বয়স নিয়ে লুকোছাপা করার ব্যাপার নেই। কিন্তু কেন বলব আমি আমার বয়স। সবটাই তো মনের ব্যাপার।

অভিনেত্রী জানালেন, তার নাকি আসলে দুটো জন্মদিন। তার কথায়, ‘আমার দুটো জন্মদিন। একটা ১৩ অগস্ট নিজের। আর ১৪ অগস্ট মা হিসাবে আমার জন্ম হয়েছিল। এ দিন আমার ছেলের জন্মদিন। তার পরেই আবার স্বাধীন ভারতের জন্ম। সব মিলিয়ে এ তিনদিন বরাবরই উদযাপনের মধ্যে দিয়েই কাটে আমার। ’

জন্মদিন উপলক্ষে শ্রাবন্তীর বাড়িতেই রয়েছেন তারা মা-বাবা ও দিদি।  তিনি বলেন, পাঁঠার মাংস, ইলিশ মাছ সবই আমার প্রিয়। বলা যেতে আমার এটা স্পাইসি জন্মদিন।