বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞ অভিষেক!

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৯পিএম

ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞ অভিষেক!

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন চলছে বহু দিন ধরেই। নিজেরা মুখ না খুললেও তাদের সম্পর্কে চর্চা তুঙ্গে। এই আবহে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল অভিনেতাকে। মেয়ে আরাধ্যার যত্ন নেওয়ার জন্য ঐশ্বরিয়ার ভূমিকা স্বীকার করলেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতির পাতা উল্টে দেখেন অভিষেক। মেয়ে হওয়ার পর ক্যারিয়ার থেকে পিছিয়ে আসেন ঐশ্বরিয়া। সদ্যোজাতকে বড় করতে নিজেকে নিয়োজিত করেন অভিনেত্রী।

অভিষেকের কথায়, ‘আমার জন্মের পর মা সিনেমা করা বন্ধ করে দেন। কারণ ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন। বাবা যে আমাদের সময় দিতে পারতেন না, সেই শূন্যস্থান বুঝতে পারিনি।’

পাকিস্তানে বিক্ষোভ ঠেকাতে ইমরান খানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তারপাকিস্তানে বিক্ষোভ ঠেকাতে ইমরান খানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তার

অভিষেক বলেন,  ‘আমার সৌভাগ্য আমি বাইরে বেরিয়ে সিনেমায় কাজ করতে পারি। কারণ আমি জানি ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যার সঙ্গে বাড়িতে রয়েছে। আমি তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ।’

গত সপ্তাহে মেয়ের জন্মদিনের ছবি পোস্ট করেছিলেন ঐশ্বরিয়া। মেয়ের জন্মদিনের সঙ্গে বাবা কৃষ্ণারাজ রাইয়ের জন্মবার্ষিকীর ছবিও পোস্ট করেন তিনি। এদিন মেয়ের জন্মদিনের পার্টির ছবিও পোস্ট করা হয়। তবে পার্টিতে অভিষেকের অনুপস্থিতি নজরে পড়ে সবার।