বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo
জুবিন গার্গের মৃত্যু

দেবের সিনেমায় গান করতেন বেশি, শোকাচ্ছন্ন টালিউড

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮পিএম

দেবের সিনেমায় গান করতেন বেশি, শোকাচ্ছন্ন টালিউড

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুতে শোক নেমে এসেছে সেখানকার বিনোদন জগতে। শোক প্রকাশ করছেন তার বাংলাদেশের ভক্তমহলও। শুক্রবার দুপুরে খবর পাওয়া যায়, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় এই শিল্পীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

২০০৬ সালে গ্যাংস্টার সিনেমায় ‘ইয়া আলি’ গান দিয়ে পরিচিতি পেলেও তিনি উপহার দিয়েছেন অসংখ্য বাংলা ও আসামি গান। তার মধ্যে টালিউডে রয়েছে তার কিছু হিট গানও। তার মধ্যে উল্লেখযোগ্য-  ‘মন মানে না’, ‘চোখের জলে ভাসিয়ে দিলাম’, ‘পিয়া রে পিয়া রে’ কিংবা ‘বোঝে না সে বোঝে না’। 

বহু ছবিতে দেবের কণ্ঠ হিসেবেও গান গেয়েছিলেন জুবিন। তাই শোকাচ্ছন্ন হয়ে সামাজিক মাধ্যমে অভিনেতা লিখেছেন, ‘তোমায় মনে পড়বে ভাই। তোমার আত্মার শান্তি কামনা করি।’

বাঙালি সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলীর সঙ্গেও নিয়মিত কাজ করেছেন জুবিন। তার মৃত্যুর খবর শোনার পর ভারতীয় গণমাধ্যমে এই শিল্পী বলেন, ‘আমার প্রাণের বন্ধু চলে গেল। ছোটবেলা থেকেই ওকে চিনি। ৩০ বছরের বন্ধুত্ব আমাদের। আমার প্রথম বাংলা ছবি প্রেমী থেকে ও আমার সঙ্গে ছিল। কত গান, কত ছবি যে আমরা একসঙ্গে করেছি।’

এই সংগীত পরিচালক আরও জানান, গত শুক্রবারেই জুবিনের সঙ্গে একটি গানের কাজ করেছেন তিনি। যেটি সোহম চক্রবর্তী অভিনীত একটি সিনেমায় আসার কথা রয়েছে।