বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

নতুন রূপে ধরা দিলেন রণবীর-দীপিকা, নেটদুনিয়ায় ঝড়

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৬পিএম

নতুন রূপে ধরা দিলেন রণবীর-দীপিকা, নেটদুনিয়ায় ঝড়

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতির সময়টা যেন খুব একটা ভালো যাচ্ছে না। একাধারে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা। অন্যদিকে রণবীরেরও গত দুই বছরে হাতে তেমন কোনো কাজ নেই। যদিও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এর মধ্যে তাদের ঘর আলো করে এসেছে কন্যা দুয়া। মেয়ের বয়স সবে এক বছর হয়েছে। এমন কঠিন বাস্তব জীবনে একেবারে নতুন রূপে ধরা দিলেন এ তারকা দম্পতি। হিজাব পরেছেন দীপিকা পাড়ুকোন, আর শেখদের মতো ঐতিহ্যবাহী পোশাক ও লম্বা দাড়িতে রণবীর সিং। যেন এক অপরূপ সাজে এ দম্পতি।

সামাজিকমাধ্যমে এ তারকা দম্পতির এমন ছবি প্রকাশ্যে আসায় মুগ্ধ নেটিজেনরা।  অভিনেত্রীর এমন রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্তরা। কেউ কেউ কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’ আবার কারও কারও মতে, ‘হিজাবে যেন আরও সুন্দর লাগছে দীপিকাকে।’ সব মিলিয়ে রণবীর-দীপিকার নতুন এই লুক এখন নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলছে।

একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এ সুপারস্টার জুটি। সেই প্রমোশনাল ভিডিওটিতে দীপিকা ও রণবীর ঘুরে ঘুরে শহরটির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান দর্শকদের দেখাচ্ছেন। রণবীর ও দীপিকার এমন ভিন্নধর্মী সাজপোশাক দেখে সামাজিক মাধ্যমে রীতিমতো কৌতূহল প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই আবার আবেগে আপ্লুত হয়ে প্রশংসা করেছেন।

বিশেষত মেয়ে হওয়ার পর এটিই এ দম্পতির প্রথম একসঙ্গে কাজ। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়েই পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন এই তারকা অভিনেত্রী।