বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

মনির খানের অঞ্জনা এবার স্বৈরাচারী!

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭পিএম

মনির খানের অঞ্জনা এবার স্বৈরাচারী!

মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’তেই জায়গা করে নেয় ‘অঞ্জনা’ শিরোনামের গানটি। যা প্রকাশ হয় ১৯৯৬ সালে। গানটি প্রকাশ হওয়ার পর ভক্তরাও লুফে নেয়। এরপর থেকে প্রায় সব অ্যালবামেই জায়গা করে নিয়েছে মনির খানে ‘অঞ্জনা’ শিরোনামের গান। তারই ধারাবাহিকতায় এবার নতুন বছরের প্রথম দিনেই অঞ্জনা’কে নিয়ে আসছেন তিনি।

তবে এবার অঞ্জনাকে উপস্থাপন করা হয়েছে স্বৈরাচারী হিসেবে! গানের শিরোনাম ‘স্বৈরাচারী অঞ্জনা ২০২৫’। এর কথা লিখেছেন ও সুর করেছেন মিল্টন খন্দকার। সংগীতে আছেন বিনোদ রায়। ইতিমধ্যেই গানের মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে বলে জানান মনির খান। আগামী ১ জানুয়ারি এটি প্রকাশ হবে গায়কের ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক ২৪’-এ।

গানটি প্রসঙ্গে মনির খান বলেন, ‘এবার একটু ভিন্ন ধারায় অঞ্জনা গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চারিত্রিক বিষয়গুলো মিল রেখেই সৃষ্টি করা হয়েছে এটি। আশা করি, এবারের “অঞ্জনা”র স্বাদ একদমই ভিন্ন ধাঁচের হবে।’

তিনি আরও বলেন, ‘এই শিরোনামে তো অনেক গান করেছি। প্রতিটি গানেই নিজের সেরাটা দিয়েছি। তবে এবারের গানটি নিয়ে কিছু না বললেই নয়। এবার জোর গলায় বলছি, এবারের অঞ্জনায় যেমন ব্যতিক্রমী ধাঁচ ও স্বাদ রয়েছে, সেইসঙ্গে গানটি শুনে বেশ মজাও পাবে শ্রোতারা।’