বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

বিয়ে করলেন আরমান মালিক

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৫পিএম

বিয়ে করলেন আরমান মালিক

নতুন বছরের শুরুতেই বিয়ে করলেন জনপ্রিয় বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন ২৯ বছর বয়সী গায়ক।

সামাজিকমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে আরমান লেখেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)’।

২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারা বজায় থাকল। দিনের আলোয় পালিত হলো বিবাহ অনুষ্ঠান।

ছবিতেই দেখা গেছে, এক চিলতে রোদের আলো ও ফুলের পাঁপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তারা। সাবেকী সাজে বর-কণে সেজেছিলেন আরমান-আশনা। গায়কের পরনে ছিল পিচ রঙের শেরওয়ানি এবং আশনা পরেছিলেন কমলা রঙের লেহঙ্গা ও মানানসই পান্নাখচিত গয়না। বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠজনরা।

প্রসঙ্গত, আরমান মালিক স্ত্রী আশনা শ্রফ একজন ভারতীয় ফ্যাশন এবং বিউটি ব্লগার এবং ইউটিউবার। তিনি কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার ২০২৩ নির্বাচিত হন।