বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

মাঝপথে আটকে যাওয়ার জন্য আসিনি: পূজা চেরী

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৭পিএম

মাঝপথে আটকে যাওয়ার জন্য আসিনি: পূজা চেরী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী প্রথমবারের মতো মালয়েশিয়া গেছেন। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে এনটিভি আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি। তবে এ সংক্ষিপ্ত সফর শেষে দ্রুতই দেশে ফিরবেন অভিনেত্রী। 

পরে এক সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দেন পূজা চেরী। অভিনেত্রী বলেন, বিয়ে নিয়ে এখনই ভাবছেন না তিনি। কমপক্ষে আরও চার-পাঁচ বছর পর চিন্তা করে দেখবেন কবে বিয়ে করবেন তিনি। অভিনেত্রী বলেন, বিয়ে মানেই তো সবশেষ। এখনো সেটেল হইনি। যেতে চাই বহুদূর। মাঝপথে আটকে যেতে চাই না। আর মাঝপথে আটকানোর জন্য পূজা চেরী আসেনি। ঢালিউডের কিং শাকিব খান দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং জনপ্রিয়তায় তার আশপাশেও কেউ নেই বলেও মনে করেন পূজা।

রায়হান রাফীর ওয়েব সিরিজ ‘ব্লাক মানি’তে পূজার চরিত্র উপভোগ্য ও ব্যতিক্রমী ছিল। এ ধরনের চরিত্র পেলে আরও ওয়েব সিরিজ করতে চান বলেও জানান পূজা চেরী। এ অভিনেত্রী বলেন, ‘চমক নিয়ে আবার আসছি পর্দায়, তবে তা এখনই প্রকাশ করতে চাই না।’

শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া একেবারে সহজ ছিল না উল্লেখ করে পূজা বলেন, ‘এখনো অনেক স্বপ্ন অপূর্ণ রয়েছে। ভালো কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই।’ ঢালিউডের এ গ্ল্যামার গার্ল বলেন, শাবানা ম্যাডামের ‘ভাত দে’ কিংবা প্রিয়াংকা চোপড়ার ‘বরফি’র মতো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।