বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

কোরীয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা জানা গেল

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১পিএম

কোরীয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা জানা গেল

‘সিক্রেট হিলার’ খ্যাত জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী কিম সে-রনের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। ২৪ বছর বয়সি তরুণ এই অভিনেত্রীর অকাল মৃত্যু নিয়ে বেশ কিছু রহস্যের তৈরি হয়েছে।

তবে এবার বের হয়ে এলো তার মৃত্যুর সেই রহস্য।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সদ্য প্রয়াত কিম সে-রন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

কর্মকর্তারা আরও জানান, অভিনেত্রী আত্মহত্যা করলেও সেখানে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। 

এর আগে রোববার পুলিশ জানিয়েছিল, এ ঘটনার তদন্তে রয়েছে পুলিশ তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে আরও কিছু গণমাধ্যম জানিয়েছিল, কিম সে-রনের এক বন্ধু রোববার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। অভিনেত্রীকে ফোনে না পাওয়ায় বাড়ির লোকদের খবর দেওয়া হয়। এরপরই বিকেলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানা যায়।

২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন পর কিম সে-রন। ২০১০ সালে ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। এছাড়াও ‘দ্য নেবারস’, ‘হাই! স্কুল-লাভ অন’-এর মতো ছবিতে অভিনয় করেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।