বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

১৬ বছর পর শর্মিলা ঠাকুর

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৪০পিএম

১৬ বছর পর শর্মিলা ঠাকুর

সুমন ঘোষের পরিচালনায় ‘পুরাতন’ সিনেমার মাধ্যমে ১৬ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা। এ সিনেমাটি মুক্তি পাবে ১১ এপ্রিল। সিনেমায় শর্মিলার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা এবং প্রযোজকের দায়িত্বেও ছিলেন তিনি।

মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ‘পুরাতন’ নামের যে সিনেমাটি মুক্তি পেতে চলেছে, হতে পারে সেটিই অভিনেত্রীর ‘শেষ সিনেমা’। এমন আভাস মিলেছে শর্মিলার নিজের একটি কথায়। তবে বলিউডে নাকি বাংলা সিনেমার ক্যারিয়ারের সমাপ্তি টানতে চাইছেন সে বিষয়টি পরিষ্কার করেননি শর্মিলা।

আনন্দবাজার লিখেছে, এ কথাটি শর্মিলা বলেছেন ‘পুরাতন’ সিনেমায় তাঁর দুই সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অনিরুদ্ধ চৌধুরীর কাছে। শর্মিলা ঠাকুর ঠিক কী  বলেছেন জানতে চাইলে অভিনেতা ইন্দ্রনীল বলেন, তিনি ফোনে বললেন, এ সিনেমাই হয়তো আমার শেষ সিনেমা, কে জানে। দেড় দশকেরও বেশি সময় পর শর্মিলাকে বাংলা সিনেমায় পেতে যাচ্ছে দর্শক।