বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

‘আমাকে নিয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে’

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:০৮পিএম

‘আমাকে নিয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। গতকাল রাত থেকেই খবর রটেছে, তার নাকি প্রেমিক সাদাত সাফি নাবিলের সাথে ব্রেকআপ হয়ে গেছে। মাহির এক ইন্সটাগ্রাম পোস্টের জেরে এমন খবর প্রকাশ করা হয় কয়েকটি সংবাদমাধ্যমে।

বিভিন্ন পেজে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করে মাহি লিখেছেন, গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রোল হওয়া থেকে শুরু করে আমার বোনের বিয়ের দায়িত্ব নেওয়া, আমার সম্পর্কের ক্র্যাক ডাউন, সবকিছু মিলিয়ে আমি ভেঙ্গে পড়েছি, হারিয়ে গিয়েছি। তবে সামিরা খান মাহির সঙ্গে কথা হলো আজ বিকালে।

তিনি বললেন, আমার সঙ্গে কোনো কথা না বলেই সংবাদ প্রকাশ হচ্ছে। এ বিষয়টিকে ভাইরাল করা হচ্ছে। আমি ইন্সটাগ্রাম পোস্টে বলেছি, সম্পর্কের ক্র্যাক ডাউন, অর্থাৎ আপ-ডাউন চলছে। সেটা ভেঙে গেছে কিংবা ব্রেকআপের কথা বলিইনি।কেউ কি এটা কথা বলে সংবাদ করার প্রয়োজনীয়তা অনুভব করলেন না!

মাহি আরও বলেন, হয়তো সবাই আমাকে বেশি ভালোবাসে, না হয় বাসেই না। না হয় এমন হবে কেন। আমাদের পরিষ্কার করে বলতে চাই, ব্রেকআপ হয়নি, শুধু আমাকে নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। এটা একদমই হওয়া উচিত নয়।