বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

দুটি হাতই ভেঙেছে অভিনেত্রী নন্দিনীর

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০১:৫৮পিএম

দুটি হাতই ভেঙেছে অভিনেত্রী নন্দিনীর

ছোটপর্দার দজ্জাল শাশুড়ি হিসাবেই পরিচিত তিনি। নাম নন্দিনী চট্টোপাধ্যায়। বহু ধারাবাহিকেই অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ওপার বাংলার সেই অভিনেত্রী দুর্ঘটনায় ভেঙেছেন দুই হাত।

কয়েক দিন আগে পড়ে গিয়ে এমন গুরুতর আঘাত পান এই অভিনেত্রী। নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে দেখা যায়, নন্দিনীর দুই হাতই প্লাস্টার করা। প্রিয় অভিনেত্রীর এমন অবস্থা দেখে কষ্ট পাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা।

মন্তব্য করে শুভকামনা জানাচ্ছেন। প্রার্থনা করছেন সুস্থ হয়ে ফেরার।

দুর্ঘটনা প্রসঙ্গে নন্দিনী চ্যাটার্জি বলেন, ‘বাড়িতে পড়ে গিয়ে আঘাত পাই। অসম্ভব ব্যথা অনুভব হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিই। পরীক্ষার পর জানতে পারি, দুই হাতই ভেঙেছে।’

অস্ত্রোপচার হয়েছে সফল জানিয়ে অভিনেত্রী বলেন, ‘তড়িঘড়ি অপারেশন করান চিকিৎসকরা। কারণ তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরতে হবে। এখন সুস্থ হয়ে উঠছি। আগের চেয়ে এখন অনেকটা ভালো আছি।

নন্দিনী আরো জানিয়েছেন যে বর্তমানে তিনি হিন্দি ধারাবাহিক নয়নতারার শ্যুটিং করছিলেন। ফলে কাজে ফেরার তাগিদে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে চান।

একাধিক ধারাবাহিকে কাজ করেছেন নন্দিনী চট্টোপাধ্যায়। কখনও খলনায়িকার চরিত্রে কখনও আবার ভালো চরিত্রে। তার অভিনয়ে বারংবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। মূলত মা, কাকিমা এই ধরনের চরিত্রই করে থাকেন তিনি। টলিউডের বেশ জনপ্রিয় মুখ তিনি।