বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

সিনেমা চলাকালীন কারিগরি ত্রুটি, হল ভাঙচুর

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৩:৫৭পিএম

সিনেমা চলাকালীন কারিগরি ত্রুটি, হল ভাঙচুর

রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী সিনেমা হলে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ দর্শকেরা। হলে সিনেমা চলাকালীন কারিগরি ত্রুটির জেরে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাকিব খান অভিনীত ‘তান্ডব’ দেখতে ঈদের দিন সকাল থেকে বৈশাখী সিনেমা হলে ভিড় করে দর্শকরা। রাতের শো প্রদর্শনীর সময় কারিগরি ত্রুটিতে সিনেমা বন্ধ হয়ে যায়। এতে দর্শকেরা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি চেয়ার, ফ্যান ও টিকিট  কাউন্টার ভাঙচুর করে।

নাম প্রকাশ না করার শর্তে একজন দর্শক বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে কারিগরি ত্রুটির কারণে সিনেমা বন্ধ হয়ে যায়। তখন প্রায় আধা ঘণ্টার বেশি সময় দর্শকরা অপেক্ষা করেন। আধা ঘন্টা অতিবাহিত হওয়ার পর হল কর্তৃপক্ষ সিনেমা প্রদর্শনীতে ব্যর্থ হয়।  তখন দর্শকেরা উত্তেজিত হয়ে টিকিটের টাকা ফেরত চাই। তখন হলের কর্মচারী ও দর্শকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হলে ভাঙচুর চালায় উত্তেজিত দর্শকরা।’

কালুখালীর বৈশাখী সিনেমা হলের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘রাতের শো-তে সাড়ে ১০টার দিকে সার্ভার জটিলতা দেখা দেয়। প্রায় আধা ঘণ্টার মতো এ জটিলতা ছিল। এ সময় কিছু দর্শক উত্তেজিত হয়ে হলে ভাঙচুর চালায়। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘এমন কোন ঘটনা আমাদের জানা নেই। হলের মালিক আমাদের কাছে আসেনি। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’