সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে যে, মারা গেছেন দক্ষিণ কোরীয় পরিচিত মুখ অভিনেত্রী শিন-এ-রা। একজন ফোন করে কান্না করতে করতে জিজ্ঞাসা করেন যে, ‘তুমি কি সত্যিই মারা গেছো?’ তাতে রীতিমত অবাক হয়েছেন অভিনেত্রী। এরপরই এ খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন শিন-এ-রা।
সংবাদমাধ্যম কোরীয় টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী শিন-এ-রা তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমি বেঁচে আছি।’
এ অভিনেত্রী ভিডিওবার্তায় বলেন, ‘আমি মরিনি। আমাকে একজন ফোন করে কান্না করতে করতে বলেন, তুমি কি সত্যিই মারা গেছো? কেন লোকজন এমন ভিত্তিহীন খবর ছড়াচ্ছে?’
তিনি আরও বলেন, ‘এটা শুধু আমার ক্ষেত্রে নয়। ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে প্রবেশ করলে দেখা যাবে, অনেক তারকাকে মৃত দেখিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আপনারা সেসব খবর বিশ্বাস করবেন না। যদি আপনি এ ধরনের খবর দেখতে পান, তাহলে সেই ব্যক্তিকে খোঁজা শুরু করুন।’
এদিকে এ তারকার পোস্টে তার সহকর্মী অভিনেত্রী ইউন ইউ-সান মন্তব্য করেছেন, ‘ঠিক আছে। আমাকেও অনেকেই জিজ্ঞাসা করেছেন বিষয়টি। আজকাল এত ভুয়া খবর ছড়াচ্ছে যে, আমাদের সত্যিই কল্প-কাহিনি থেকে সত্য বের করার প্রশিক্ষণ নেয়া উচিত।’
প্রসঙ্গত, অভিনেত্রী শিন-এ-রা শুধু একাই নন, গত কয়েকদিন অনেক কোরিয়ান তারকাদের মৃত্যুর ভুয়ার খবর ছড়িয়েছে, যারা স্পষ্ট করে বলতে বাধ্য হয়েছেন যে, তারা জীবিত আছেন।
১৯৬৯ সালের ৭ মার্চ দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করেন শিন-এ-রা। ‘আইস বার’ (২০০৬) সিনেমা ও ‘আগ্লি অ্যালার্ট’ (২০১৩) ওয়েব সিরিজের জন্য দর্শকমহলে বহুল পরিচিত এ অভিনেত্রী।