বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন খান

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১১:৪০এএম

এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন খান

বলিউড অভিনেতা আমির খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র  ‘সিতারে জামিন পার’ বিশেষ প্রদর্শনীতে এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন তারকা- শাহরুখ খান, সালমান খান ও আমির খান। শুক্রবার (২০ জুন) মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ঘিরে এমনিতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে, তার ওপর তিন খানের একসঙ্গে উপস্থিতি যেন সেই উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। 

মুম্বাইয়ের এক সিনেমা হলে আয়োজিত এই প্রদর্শনীতে কেবল এই ত্রয়ীই নন, বলিউডের আরও অনেক পরিচিত মুখ হাজির ছিলেন তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল খানদের মিলনমেলা।

প্রদর্শনীর পর সালমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ছবির ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। পাপারাজ্জি ও আমির খানের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় এই অভিনেতাকে। 

এক মজার মুহূর্তে সালমান পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না।’ সালমানের এই মজাদার ভিডিওটি নেটিজেনদের কাছ থেকে প্রচুর লাইক ও মন্তব্য কুড়িয়েছে। একজন নেটিজেন তাদের বন্ধুত্বকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমরা এই বন্ধুত্ব ভাঙব না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বেস্ট ফ্রেন্ডস।’ 

প্রসঙ্গত, তিন খানের বাইরেও বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ভিকি কৌশল, রেখা, হিমেশ রেশমিয়া, ইমরান খান, জুনেইদ খান, তামান্না ভাটিয়া, আমির খানের মেয়ে ইরা খান এবং তার স্বামী নূপুর শিখরেসহ আরও অনেক তারকা।