বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে এল কন্যাসন্তান

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৪১এএম

সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে এল কন্যাসন্তান

বিয়ের প্রায় আড়াই বছরের মাথায় ঘর আলো করে এল নতুন অতিথি। মা-বাবা হলেন বলিউডের সেলিব্রিটি দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গত মঙ্গলবার রাতে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সিদ্ধার্থ-কিয়ারা।

বলিউডের আলোচিত এ দম্পতি যে মা-বাবা হতে চলেছেন, সে খবর প্রথম জানা গিয়েছিল গত ফেব্রুয়ারিতে। ছোট একজোড়া উলের জুতার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কিয়ারা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সেরা উপহার আসছে।’ স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বয়ে গিয়েছিল ভক্তদের মধ্যে।

তারপর থেকেই সিড-কিয়ারার অনুরাগীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে সেই প্রতীক্ষিত খবরটি এল। জানা গেছে, এদিন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারি হয়েছে কিয়ারার। মা এবং সন্তান দুজনেই সুস্থ।

২০২৩ সালে ৭ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সিড-কিয়ারা। রাজস্থানের সূর্য গড় প্যালেসে তাঁদের বিয়ে হয়েছিল ধুমধাম করে। দুই বছরের মাথায় গত ফেব্রুয়ারিতে কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসে।

অন্তঃসত্ত্বা হওয়ার পরই অভিনয় থেকে বিরতি নেন কিয়ারা। তবে অংশ নিয়েছিলেন মেট গালায়। মেট গালার গালিচাতেই তিনি প্রথমবার বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে এসেছিলেন।