শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Logo

হাঁসের মাংস যেভাবে রান্না করবেন

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১১:৪২এএম

হাঁসের মাংস যেভাবে রান্না করবেন

শীতের সময় দেশি হাঁসের মাংস খেতে দারুণ লাগে। তাই বলে গরমে হাঁসের মাংস খাওয়া যাবেনা বিষয়টা মোটেও তেমন নয়। তবে অনেকেই গন্ধের ভয়ে হাঁসের মাংস খেতে চান না। এই রেসিপিতে রান্না করলে হাঁসের মাংসের স্বাদ যেমন চমৎকার হবে, তেমনি থাকবে না কোনও গন্ধও। 

হাঁস ভালো করে পরিষ্কার করে টুকরো করে নিন। আগুনে সামান্য ঝলসে নিন মাংসের টুকরোগুলো। এতে স্বাদ যেমন চমৎকার হবে, তেমনি বাড়তি কোনো লোম থেকে গেলে সেটাও পুরে যাবে।

শুকনা প্যানে ১ টেবিল চামচ আস্ত ধনিয়া, ১ চা চামচ আস্ত গোলমরিচ, একটি কালো এলাচ, ৫টি সবুজ এলাচ, ৬-৭টি লবঙ্গ, ১ টেবিল চামচ আস্ত জিরা, দুই টুকরা দারুচিনি, এক টুকরো জয়ত্রী, একটি তেজপাতা ও ৭-৮টি আস্ত শুকনা মরিচ কিছুক্ষণ টেলে গুঁড়া করে নিন। 

প্যানে তেল গরম করে ১০০ গ্রাম পেঁয়াজ কুচি ভাজুন। রঙ বদলে আসা শুরু করলে ১ টেবিল চামচ আদা বাটা ও ১ টেবিল চাম রসুন বাটা দিন। নেড়েচেড়ে নিন ভালো করে। মসলার কাঁচা গন্ধ দূর হলে আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও গুঁড়া করে মসলার অর্ধেক অংশ দিয়ে দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন সব মসলা। মসলা থেকে তেল ভেসে উঠলে হাঁসের মাংসের টুকরো দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ৮ থেকে ১০ মিনিট মসলার সঙ্গে কষিয়ে নিন মাংস। ২ কাপ গরম পানি দিয়ে মিডিয়াম আঁচে ২০ থেকে ২৫ মিনিট রান্না করুন। গুঁড়া করে রাখা মসলার বাকি অর্ধেক এই পর্যায়ে দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে ১০ মিনিট দমে রাখুন।