রোদে বের হলে বা ধুলা-ময়লা লাগলে পায়ের পাতার যে অংশটি জুতা দিয়ে ঢাকা থাকে না, সেখানেই দেখা দেয় কালচে ছোপ। মুখের দাগছোপ তোলার জন্য আমরা যতটা যত্নশীল হই, পায়ের দাগ দূর করার ক্ষেত্রে ততটা সচেতন থাকি না। কখনো পার্লারে যেয়ে পেডিকিউর করাই, আবার কখনো নানা প্রসাধনীর ওপর ভরসা করি। তবে শুধু রাসায়নিক প্রসাধনী ব্যবহার করলেই সব দাগ চলে যায় না।
তীব্র রোদ, ধুলা-ময়লা এবং পায়ে জমে থাকা ময়লার স্তরের জন্য দ্রুত ট্যান পড়ে যায় পায়ের পাতায়। বিশেষ করে যারা খোলা জুতা পরেন, তাদের পা খুব সহজেই কালচে হয়ে যায়। চলুন, জেনে নিই কিছু ঘরোয়া সমাধান।
টক দই
প্রতিদিন গোসলের আগে হাত ও পায়ে টক দই মালিশ করলে দাগ হালকা হয়। ৫–৭ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এক মাস ব্যবহার করলে ধীরে ধীরে কালচে ছোপ হালকা হয়ে যাবার সম্ভাবনা বাড়বে।
হলুদ ও বেসনের প্যাক
কালচে দাগ তুলতে হলুদ ও বেসনের মিশ্রণ বেশ কার্যকর। একটি বাটিতে বেসন, হলুদ ও দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। পায়ের পাতায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক মৃত কোষ ও ময়লা দূর করার পাশাপাশি ত্বককে নরম ও মসৃণ করবে।
পেঁপে ও মধুর স্ক্রাব
পেঁপে ও মধু দিয়ে তৈরি স্ক্রাবও দাগ হালকা করতে সাহায্য করে। কয়েকটি পাকা পেঁপের টুকরো পেস্ট করে সেটায় মধু মেশান। পায়ের পাতায় মেখে প্রায় আধ ঘণ্টা রাখুন। এর পর ধুয়ে ফেললে ত্বক হবে উজ্জ্বল।
আলুর রস
আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। আলু টুকরা মোটা করে কেটে কালো দাগের অংশে ১০ মিনিট ধরে ঘষে নিন। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
সুত্র: আনন্দবাজার