কাচের ড্রেসিং টেবিল, ঘরের জানালার কাচ কিংবা টেবিলের আয়না কে না ঝকঝকে রাখতে চায়। আপনিও চান ঘরকে সুন্দর পরিপাটি করে আলোকিত করে রাখতে। আপনার পরিচ্ছন্ন ঘরকে সুন্দর করে রাখতে প্রতিদিনই নিয়ম করে কাজ করতে হবে। আপনার ড্রেসিং টেবিলের কাচ শুকনো নরম কাপড় দিয়ে মোছার পরও যদি মনে হয় ভালোভাবে পরিষ্কার হচ্ছে না, তবে বিকল্প চিন্তা করুন। সপ্তাহে একদিন, অর্থাৎ ছুটির দিনে সময় করে পরিষ্কার করার চেষ্টা করুন। যেভাবে পরিষ্কার করবেন কাচের টেবিল, তা জেনে নিন—
প্রথমে সুতির শুকনো কাপড় দিয়ে আগে পরিষ্কার করে নিন। এরপর সামান্য গরম পানিতে ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। কাচের টেবিল, আলমারির আয়না, জানালার কাচ কিংবা আয়নায় এই মিশ্রণ স্প্রে ব্যবহার করুন। এরপর একটি সুতির নরম কাপড় পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে আয়না বা কাচ মুছে নিন।
এ ছাড়া বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। যদি কোনো কাপের ওপর দাগ লেগে থাকে, সেখানে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে শুকনো সুতির নরম কাপড় দিয়ে মুছে নিন।
কিন্তু কাচের ওপর কিংবা আয়নায় সেই দাগ কখনো ঘষাঘষি করবেন না। এতে কাচে দাগ পড়তে পারে। এ ধরনের দাগ তুলতে সমপরিমাণ ভিনেগার পানিতে মিশিয়ে স্প্রে দিয়ে দাগ দূর করুন। ৫-১০ মিনিট রাখার পর ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন।
আর হালকা মরিচার দাগ পড়লে কাচের ওপর টুথপেস্ট লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে নিলেই উঠে যাবে আপনার কাচের দাগ।