শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Logo

পেটের মেদ কমাতে পেঁয়াজ কতটা উপকারী?

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৩০এএম

পেটের মেদ কমাতে পেঁয়াজ কতটা উপকারী?

অতিরিক্ত চর্বি শরীরের সৌন্দর্য নষ্ট করে এবং নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বিশেষ করে পেটের মেদ কমানো কঠিন হলেও সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে তা সম্ভব। এ ক্ষেত্রে পেঁয়াজ হতে পারে একটি কার্যকর প্রাকৃতিক সমাধান। আমাদের রান্নাঘরের পরিচিত এই উপাদানটি ওজন কমাতেও সাহায্য করে, যা অনেকেই জানেন না।

চলুন, জেনে নিই পেঁয়াজের পুষ্টিগুণ।

মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এক কাপ (১৬০ গ্রাম) পেঁয়াজে থাকে:

ক্যালরি: ৬৪

শর্করা: ১৫ গ্রাম

ফ্যাট: ০.১৬ গ্রাম

ফাইবার: ২.৭ গ্রাম

প্রোটিন: ১.৭৬ গ্রাম

চিনি: ৬.৭৮ গ্রাম

এ ছাড়া এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি-৬, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, আয়রন, ফোলেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ারসেটিন ও সালফার। এসব উপাদান শরীরের হজমশক্তি বাড়ায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করে। পেঁয়াজ গলা ব্যথা, সর্দি-কাশি, জ্বর ও অ্যালার্জি উপশমেও সহায়ক।

১। পেঁয়াজের রস পান:

উপকরণ ও প্রস্তুত প্রণালি:

এক কাপ পানি ফুটিয়ে ঠান্ডা করুন। একটি পেঁয়াজ টুকরো করে ব্লেন্ডারে পানি সহ মিশিয়ে নিন। মিশ্রণে আরো ২ কাপ পানি মিশিয়ে বোতলে সংরক্ষণ করুন। প্রতিদিন সকালে খালি পেটে ও শরীরচর্চার আগে পান করুন।

২। পেঁয়াজের স্যুপ:

উপকরণ:

পেঁয়াজ: ৬টি (কুচানো), টমেটো ৩টি (কুচানো), বাঁধাকপি ১ কাপ (কুচানো), রসুন ২ কোয়া (কুচানো), ভেজিটেবল/চিকেন স্টক ৪ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, অলিভ অয়েল ২ চা চামচ, লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি:

প্যানে অলিভ অয়েল গরম করে রসুন ভেজে নিন। এরপর পেঁয়াজ, টমেটো ও বাঁধাকপি দিয়ে নেড়ে নিন। স্টক, লবণ ও গোলমরিচ মিশিয়ে দিন। ১৫ মিনিট ভালোভাবে রান্না করুন। এই স্যুপ নিয়মিত খেলে ওজন কমানো সহজ হবে এবং শরীর থাকবে সুস্থ ও সতেজ।

সূত্র: টিপস ২৪