রবিবার, ৯ নভেম্বর ২০২৫
Logo

দেয়ালের দাগ দূর করবেন যেভাবে

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৫পিএম

দেয়ালের দাগ দূর করবেন যেভাবে

আপনার বাসায় শিশুসন্তান থাকলে ঘরের দেয়ালের দশা বেহাল হয়ে পড়ে। শিশুর হাতে যখন রং পেন্সিল থাকে, তখন আর ঘরের দেয়ালই যেন হয়ে উঠে এক ক্যানভাস। আর তাতেই এই রঙিন আঁকিবুকি ঘরের সৌন্দর্য নষ্ট করে দেয়। আর ঘরের দেয়ালে কলম কিংবা পেন্সিলের দাগ পড়লে তা সহজে উঠানো সম্ভব হয় না। বারবার টাকা খরচ করে ঘর রং করানোও সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ঘরেই থাকা কিছু উপাদান দিয়ে আপনি সহজেই মুছে ফেলতে পারেন দেয়ালের দাগ।

চলুন জেনে নেওয়া যাক, দেয়ালের দাগ দূর করার ঘরোয়া কিছু সহজ উপায়— 

১. লেবুর রস

লেবুর রস ব্যবহার করে ঘরের দাগ দূর করা সম্ভব। কারণ লেবুর রস প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে থাকে। আর দাগের ওপর লেবুর রস লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে দেয়ালের রং কোনো ক্ষতি ছাড়াই দূর করা সম্ভব হবে।

২. ভিনিগার ব্যবহার

ভিনিগার ব্যবহার করেও দেয়ালের দাগ দূর করা যায়। আর ভিনিগার রান্নায় যতটা কাজে আসে, ঘর পরিষ্কারে তারচেয়েও বেশি কাজে লাগে। দেয়ালের দাগ তুলতেও এটি বেশ উপকারী একটি উপাদান। যে কোনো লিকুইড সাবানের সঙ্গে সামান্য ভিনিগার মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি দেয়ালে স্প্রে করুন। কিছু সময় পর ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলুন। অল্প সময়েই দাগ মিলিয়ে যাবে। আর দেয়ালের রংও নষ্ট হবে না।

৩. বেকিং সোডা

বেকিং সোডা দিয়েও দেয়ালের দাগ দূর করা যায়। আর দাগছোপ দূর করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। এটি দেয়ালের রং নষ্ট না করেই সব দাগ তুলে দিতে পারেন। পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর যেখানে কলম বা পেন্সিলের দাগ রয়েছে, কালো ছোপ আছে, সেই জায়গায় পেস্টটি মাখিয়ে রাখুন। ১৫ মিনিট পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন সব দাগ উঠে গেছে এবং ঘরের সৌন্দর্য ঠিক থাকবে।

৪. কর্নফ্লাওয়ার

কর্নফ্লাওয়ার দিয়েও ঘরের দাগ দূর করা সম্ভব। রং পেন্সিলের দাগ তুলতেও কর্নফ্লাওয়ার খুবই কার্যকরি ভূমিকা রাখে। পানির সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর দাগের ওপর এই পেস্টটি লাগিয়ে রাখুন। প্রায় ১০ মিনিট পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে দেয়ালের সব দাগ দূর হয়ে যাবে।