শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Logo

গরমে ত্বকের যত্নে ঘরোয়া ৫ ফেস প্যাক

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০১:৩৪পিএম

গরমে ত্বকের যত্নে ঘরোয়া ৫ ফেস প্যাক

গরমকালে ত্বকে অতিরিক্ত ঘাম, রোদ ও ধুলাবালির কারণে সহজেই শুষ্কতা, অস্বস্তি ও র‍্যাশের সমস্যা দেখা দেয়। তাই এই সময় ত্বককে হাইড্রেট ও ঠাণ্ডা রাখা খুব জরুরি। বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারেন কিছু ঘরোয়া ফেস প্যাক, যেগুলো ত্বককে আরাম দেওয়ার পাশাপাশি উজ্জ্বল এবং কোমল রাখতেও সাহায্য করবে। চলুন, জেনে নিই।

শসা ও অ্যালোভেরা ফেস প্যাক

শসা ও অ্যালোভেরা—দুই উপাদানেই রয়েছে প্রাকৃতিক ঠাণ্ডা ভাব ও হাইড্রেশনের গুণ। একটি শসা কেটে তার রস বের করে নিন, সঙ্গে মেশান দুই চামচ টাটকা অ্যালোভেরা জেল। এই মিশ্রণ মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।এটি ত্বকে ঠাণ্ডা অনুভূতি দেয় এবং শুষ্কতা দূর করে।

ওটমিল, মধু ও দইয়ের ফেস মাস্ক

ত্বকের লালচেভাব ও অস্বস্তি কমাতে ওটমিল দারুণ কার্যকর। দুই চামচ ওটমিল গুঁড়োর সঙ্গে এক চামচ মধু ও এক চামচ দই মিশিয়ে নিন। মিশ্রণটি ভালোভাবে মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা করে স্ক্রাব করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে পুষ্টি জোগায় এবং আরাম দেয়।

দই ও মধুর প্যাক

দই ও মধু দুটোতেই রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও ময়েশ্চারাইজিং উপাদান, যা ত্বককে গভীরভাবে পুষ্টি দেয়। দুই চামচ দই ফেটিয়ে তাতে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে নরম, হাইড্রেট ও উজ্জ্বল।

তরমুজ ও চালের গুঁড়ার প্যাক

তরমুজে রয়েছে হাইড্রেশন ও ভিটামিন যা ত্বকে এনে দেয় আরাম ও উজ্জ্বলতা। এক কাপ তরমুজের টুকরো ব্লেন্ড করে তাতে প্রয়োজনে এক চামচ চালের গুঁড়া মেশাতে পারেন। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন।

গ্রিন টি ও পুদিনা পাতার ফেস প্যাক

গ্রিন টি ও পুদিনা পাতার সংমিশ্রণ ত্বককে ডিটক্সিফাই করে এবং অতিরিক্ত তেল বের হওয়া কমায়। এক কাপ গ্রিন টি ঠাণ্ডা করে তাতে পুদিনা পাতা মিশিয়ে ব্লেন্ড করুন। এই প্যাক মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এটি ত্বককে ঠাণ্ডা রাখে, টানটান করে এবং তেল নিয়ন্ত্রণে সহায়তা করে।

সূত্র: এবিপি