শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Logo

ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে কার্যকর কয়েকটি ফেস মাস্ক

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৬:২২পিএম

ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে কার্যকর কয়েকটি ফেস মাস্ক

ব্যস্ত দৈনন্দিন জীবনে পার্লারে যাওয়ার সময় মেলে না অনেকেরই। তবে ত্বকের যতেœ পেশাদার পরিষেবা না নিয়েও সহজে মিলতে পারে সতেজ, দীপ্তিময় ত্বক—তাও ঘরোয়া উপকরণেই। পুদিনা, শসা, গ্রিন টি কিংবা অ্যাভোকাডোর মতো উপাদান দিয়েই তৈরি করা যায় কার্যকর ফেস মাস্ক।

পুদিনা ও শসার মাস্ক

গরমে বা রোদের তাপে তৈলাক্ত ত্বকে ব্রণ ও জ্বালাপোড়ার সমস্যা হরহামেশাই দেখা দেয়। এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে পুদিনা ও শসার মাস্ক। একমুঠো পুদিনা পাতা ও আধখানা শসা একসঙ্গে মিক্সারে বেটে মুখে মাখলে তাৎক্ষণিক প্রশান্তি মিলবে। ত্বকের জ্বালাভাব কমার পাশাপাশি নিস্তেজ ত্বকে ফিরবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

গ্রিন টি ও চালের গুঁড়ি

মুখের মৃতকোষ সরাতে গ্রিন টি ও চালের গুঁড়ির মিশ্রণ দারুণ কার্যকর। গ্রিন টি ব্যাগ গরম পানিতে ডুবিয়ে ঠাণ্ডা করে তাতে চালের গুঁড়ি মিশিয়ে তৈরি করুন ঘন পেস্ট। মুখে লাগিয়ে হালকাভাবে মাসাজ করলে ত্বক হয়ে উঠবে কোমল ও উজ্জ্বল। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি বলিরেখা কমাতেও সাহায্য করে।

অ্যাভোকাডো

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং রুক্ষভাব দূর করতে অ্যাভোকাডো অত্যন্ত উপকারী। দাম তুলনামূলক বেশি হলেও পুষ্টিগুণে ভরপুর এই ফলে রয়েছে প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড, যা ত্বককে গভীরভাবে পুষ্ট করে। এক চামচ অ্যাভোকাডোর শাঁস মুখে মেখে ১০ মিনিট রাখলেই ত্বকে ফিরে আসে প্রাকৃতিক জেল্লা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা