শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Logo

হজমশক্তি বাড়াতে যে খাবারগুলো খাওয়া জরুরি

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৩:০৪পিএম

হজমশক্তি বাড়াতে যে খাবারগুলো খাওয়া জরুরি

প্রতিদিনের খাবারের তালিকায় যদি ভারী ও ফাস্ট ফুডের আধিক্য থাকে, তবে হজমের সমস্যা হওয়াটা স্বাভাবিক। পেট ফাঁপা, গ্যাস, অস্বস্তি কিংবা ব্লোটিং- এগুলো নিয়মিত ঘটলে সতর্ক হওয়ার সময় এসেছে। হজম ঠিক রাখতে জীবনযাপনে কিছু পরিবর্তনের পাশাপাশি কিছু প্রাকৃতিক খাবারও হতে পারে দারুণ উপকারী। চলুন, জেনে নিই খাবারগুলো কী কী।

আনারস

আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন নামের একটি বিশেষ এনজাইম। যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া সহজ করে। এতে পুষ্টি শোষণও ভালো হয়।

কিউই

কিউইতে থাকে অ্যাক্টিনিডিন নামের এনজাইম। যা মাংস ও দুধজাত খাবার হজমে বিশেষভাবে সহায়তা করে। এই ফলে থাকা ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

পাকা পেঁপে

প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খেলে হজম ভালো থাকে। ভারী খাবারের পর পেঁপে খেলে পেটের অস্বস্তি কমে যায়। এতে থাকা প্যাপেইন নামের এনজাইম দ্রুত হজমে সাহায্য করে।

মধু

মধুর মধ্যে আছে অ্যামাইলেজ ও প্রোটিজ। এই দুই হজম সহায়ক এনজাইম খাবার ভেঙে দিতে সাহায্য করে। সেই সঙ্গে এটি সংক্রমণের ঝুঁকিও কমায়।

আদা

আদা হজমের জন্য বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে জিঙ্গিবেন নামের একটি এনজাইম। যা খাবার থেকে পুষ্টি শোষণ ও প্রোটিন হজমে সহায়তা করে। আদা চা, আদা পানি বা রান্নায় ব্যবহার করেও উপকার পাওয়া যায়।

সূত্র: এই সময়