শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Logo

বর্ষায় ত্বকের চিট চিটে ভাব দূর করবেন যেভাবে

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৩:০৬পিএম

বর্ষায় ত্বকের চিট চিটে ভাব দূর করবেন যেভাবে

বর্ষায় ত্বক অত্যধিক তৈলাক্ত হয়ে যায়। এমনিতে সারাবছরই তৈলাক্ত ত্বকের যতœ নেওয়া জরুরি। তবে বর্ষায় তৈলাক্ত ত্বকের বাড়তি যতœ প্রয়োজন। কারণ এই মৌসুমে আর্দ্রতা বেশি থাকে। অত্যধিক আর্দ্রতা তৈলাক্ত ত্বকের ওপর প্রভাব ফেলে। প্রসাধনী ব্যবহার করা সত্ত্বেও ত্বকের আঠালো ভাব যায় না। বর্ষায় কেমন হবে তৈলাক্ত ত্বকের রূপচর্চা?

ক্লিনজিং

সারা বছর ক্লিনজিং ব্যবহার করুন কিংবা না করুন, বর্ষায় ক্লিনজিং-এর ব্যবহার মাস্ট। বাইরে থেকে ফিরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া ত্বকের যতেœর শেষ কথা নয়। প্রথমে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। এতে ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা ময়লা দূর হয়ে যাবে।

এক্সফোলিয়েশন

তৈলাক্ত ত্বকের যতেœর ক্ষেত্রে এক্সফোলিয়েশন গুরুত্বপূর্ণ ধাপ। ত্বকের মরা কোষ দূর না করলে উন্মুক্ত ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। সেখান থেকেই হয় ব্রণ। ঠিক এই কারণেই ত্বকে এক্সফোলিয়েশন জরুরি। স্ক্রাবার ব্যবহার করতে পারেন। পাশাপাশি এক্সফোলিয়েশনের জন্য কফি, অ্যালোভেরাও বেশ উপকারী।

সিরাম

তৈলাক্ত ত্বকের আরও একটি দাওয়াই হতে পারে সিরাম। শুধু চুল নয়, ত্বকের জন্যেও সিরাম দারুণ উপকারী। তবে ত্বকের ক্ষেত্রে ভিটামিন সি সমৃদ্ধ সিরাম বেশি কার্যকরী। এই ভিটামিন ত্বকের টান টান ভাব বজায় রাখে। তবে ত্বকের জন্য সিরাম কেনার আগে দেখে নিন তাতে নিয়াসিনামাইড এবং স্যালিসিলিক অ্যাসিড আছে কি না।