বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo
logo

সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের ‘ভুয়া’ ছবি ভাইরাল


উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৫, ০৫:০৬ পিএম

সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের ‘ভুয়া’ ছবি ভাইরাল

বলিউড তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। গত ১৫ জুলাই মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন কিয়ারা। 

পরদিন ইনস্টাগ্রামে একটি গোলাপি কার্ডে মেয়ের আগমনের কথা জানান এই তারকা দম্পতি। জানা গেছে, মা ও মেয়ে দু’জনেই বর্তমানে সুস্থ রয়েছেন, ইতোমধ্যেই তারা হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন।

এই খুশির মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি সেলফি, যেখানে কিয়ারা ও সিদ্ধার্থের কোলে এক সদ্যোজাত শিশুকে দেখা যায়, পাশে রয়েছেন সালমান খান। ছবি দেখে অনেকেই ধরে নেন, এটিই তাদের কন্যা সন্তানের প্রথম ছবি।

তবে খুব দ্রুতই জানা যায়, ছবিটি আসলে ভুয়া। ছবি এডিট করে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হয়, সিদ্ধার্থ, কিয়ারা ও সালমান খান একসঙ্গে সদ্যোজাত শিশুকে নিয়ে ছবি তুলেছেন। তাদের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, ওই শিশুটি সিদ্ধার্থ-কিয়ারার কন্যা নয়।

এই ঘটনার পর কিয়ারা ও সিদ্ধার্থের পক্ষ থেকে ভক্ত ও গণমাধ্যমের কাছে অনুরোধ জানানো হয়েছে, তাদের সন্তানের জন্মকে ঘিরে যেন গোপনীয়তা রক্ষা করা হয়।

এক বিবৃতিতে তারা বলেন, “আমরা আপ্লুত, এতো ভালোবাসা ও শুভেচ্ছা পেয়ে। এই নতুন পর্বটি আমরা পরিবার হিসেবে ঘনিষ্ঠভাবেই উপভোগ করতে চাই। এই বিশেষ সময়টি যেন ব্যক্তিগত থাকে, সেটাই আমাদের অনুরোধ।”

এছাড়া পাপারাত্‌জিদের জন্য একটি গোলাপি বক্সে মিষ্টির প্যাকেট পাঠিয়ে কৃতজ্ঞতাও জানিয়েছেন নবদম্পতি। তবে তাদের মেয়ের নাম এখনও প্রকাশ করেননি তারা। 

সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, তাদের কন্যার প্রথম ছবি বা কোনো অফিসিয়াল তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ফলে এমন ভুয়া ছবিতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।