উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ পিএম
সম্পর্কের টানাপড়েন, ঝগড়া, বিচ্ছেদের পথে হাঁটা। আবার বিবাদ ভুলে কাছে আসা। গত কয়েকমাস ধরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। এবার আবার আলোচনায় উঠে এলো এই জুটি।
হিরো আলমের নতুন অভিযোগ, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। আজ সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। এরপর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, বিকালে সংবাদ সম্মেলন করবেন তিনি।
সংবাদ সম্মেলনের কথা জানিয়ে হিরো আলম লেখেন, ‘সাংবাদিক সম্মেলন বিকেল ৩ টায় আমার অফিসে।
রিয়া মনি ম্যাক্স অভি আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’
এর আগে, বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছে। সেই সঙ্গে রিয়া মনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন হিরো আলম।
যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।
হিরো আলম ফেসবুকে লেখেন, ‘রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’ এই পোস্টের পর আবারও হিরো আলম একাধিক পোস্ট করেন দুজনকে নিয়ে। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করে বলেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে।
অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’ পোস্টের সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম যেখানে একটি রুমে ম্যাক্স অভি ও রিয়া মনিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এরপর একাধিক নিউজের ছবি নিজের প্রোফাইলে শেয়ার করতে দেখা যায় হিরো আলমকে। যেগুলোতে কক্সবাজারের হোটেল রুমে একসঙ্গে দেখা যায় হিরো আলমের স্ত্রী রিয়া মনি ও ম্যাক্স অভিকে। যা ঘিরে নতুন করে শুরু হয়েছে তোলপাড়। তবে এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি রিয়া মনি কিংবা কন্টেন্ট ক্রিয়েটর ও বার ড্যান্সার ম্যাক্স অভি।