Journalist Name প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩ পিএম
নিজের বাড়িতে এক বছরের বেশি সময় ধরে আটকে ছিলেন বলে দাবি বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানের। জানান, কয়েক বছর আগে মুম্বাইয়ের নিজ বাসায় তাকে আটকে রাখেন আমির খান। তবে এর পেছনে রয়েছে এক করুণ কারণ।
সম্প্রতি পিঙ্কিভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল খান জানান, তার পরিবার জানিয়েছেন যে তিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এমনকী তাকে উদ্দেশ্য করে এও বলা হয়, ‘একজন পাগল মানুষ সমাজের জন্য ক্ষতিকারক!’
সেই এক বছর ধরে তার সঙ্গে কী কী ঘটেছিল, তাও ভাগ করে নেন ফয়সাল খান। তার কথায়, ‘ভাই আমির খান তাকে এক বছর ধরে বন্দি করে রেখেছিলেন। কারণ আমির অনুভব করছিলেন আমি একটা ফাঁদে আটকে আছি। তারা বলছিল আমার সিজোফ্রেনিয়া হয়েছে এবং আমি একজন পাগল মানুষ। আমি সমাজের জন্য ক্ষতিকারক। এই সব কথা বলা হচ্ছিল।’
ফয়সাল জানান, তার ফোন নিয়ে নেওয়া হয়েছিল, বাইরে যাওয়ার অনুমতি ছিল না। তিনি সাহায্যের জন্য প্রার্থনা করতেন এবং আশা করতেন যে তার বাবা তাকে বাঁচাতে আসবেন।
আমির এবং ফয়সালের সম্পর্ক সবসময়ই খারাপ ছিল। একসময় ফয়সাল তার পরিবারের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িত ছিলেন, যখন তার পরিবার যখন তাকে তার স্বাক্ষরের অধিকার ত্যাগ করতে বলেছিলেন, এমনকি আদালতেও যান।
আমির এবং ফয়সাল ‘মিলেলা’ ছবিতে অভিনয় করেছিলেন। এতে টুইঙ্কল খান্নাও অভিনয় করেন। ধর্মেশ দর্শন পরিচালিত এই ছবিটি ২০০০ সালে মুক্তি পেয়েছিল।