বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo
logo

প্রথমবার জুটি বাঁধছেন বিলাল আব্বাস-হানিয়া আমির


উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০৫:০২ পিএম

প্রথমবার জুটি বাঁধছেন বিলাল আব্বাস-হানিয়া আমির

পাকিন্তানের অন্যতম তারকা জুটি বিলাল আব্বাস খান ও হানিয়া আমির। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে যে, নতুন নাটকে এ জুটিকে দেখা যাবে। 

পাকিস্তানি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিলাল আব্বাস খান এবং হানিয়া আমিরের নতুন নাটক আসছে। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল যে এই দুই তারকা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। 

এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। নাটকের গল্প সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, তবে দুই তারকার অনুরাগীরা এই নতুন জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০১৬ সালে অভিনয়ে পথচলা শুরু করলেও এই প্রথম তাদের একসঙ্গে পর্দায় দেখা যাবে। 

বিলাল আব্বাস খান ‘ইশক মুর্শিদ’ নাটকের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে হানিয়া আমির তার ‘কাভি ম্যায় কাভি তুম’-এর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন।

‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শিরোনামের এই নাটকে প্রথমবার জুটি বাঁধছেন বিলাল ও হানিয়া। নাটকটি পরিচালনা করছেন মুসাদ্দিক মালেক। তিনি এর আগে সুপারহিট নাটক ‘নূর জাহান’ পরিচালনা করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।