বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo
logo
সিরিজ

ড্রামা আর অ্যাকশনে ভরা ‘আউটার ব্যাংকস’


উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০২:৫৩ এএম

ড্রামা আর অ্যাকশনে ভরা ‘আউটার ব্যাংকস’

ড্রামা আর অ্যাকশন ঘরানার সিরিজটির নাম ‘আউটার ব্যাংকস’। ২০২০ সালের ১৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটির প্রথম মৌসুম। তখন কোভিড চলছিল। দ্রুতই সিরিজটিকে আপন করে নেন ঘরবন্দি দর্শকরা। এরপর আরও তিনটি সিরিজ উপহার দেয় নেটফ্লিক্স। সবশেষ চতুর্থ সিরিজটি মুক্তি পেয়েছে গত ১০ অক্টোবর।

গত মাসে মুক্তি পাওয়া সিরিজটি প্রথমটির মতো দর্শকদের মন ভরাতে পারেনি। তবে এতদিন ধরে সিরিজটির পাত্রপাত্রীরা হয়ে উঠেছেন দর্শকদের ‘কাছের মানুষ’, তাই ‘আউটার ব্যাংকস’ নিয়ে তাদের আগ্রহের কমতি নেই।

এ সিরিজের গল্পটা গুপ্তধন খোঁজার। তবে বন্ধুত্ব, প্রেম, রহস্য আর অ্যাডভেঞ্চারের মিশেল— এটিকে নিয়ে গেছে ভিন্নমাত্রায়। মুক্তির পর থেকেই সিরিজটিতে বুঁদ সারা দুনিয়ার তরুণরা। আর তাতেই পঞ্চম সিরিজ দ্রুত নিয়ে আসতে এখন থেকেই তাড়া দিচ্ছেন সিনেমাপ্রেমী ভক্তরা। কেন এই সিরিজটি নিয়ে এত আলোচনা? আইএমডিবি, ভ্যারাইটি অবলম্বনে সেটিই জানার চেষ্টা করা যাক।

সমালোচকরা বলছেন, রোমাঞ্চকর গল্প আর দুর্দান্ত পরিচালনা সিরিজটির জনপ্রিয়তার কারণ। রটেন টমাটোজের এক সমালোচক লিখেছেন— সিরিজটিতে অনেক অতিরঞ্জন থাকলেও গল্পের পরতে পরতে রোমাঞ্চের কারণেই দেখতে বিরক্ত লাগে না। সিরিজটিতে এক দ্বীপের গল্প দেখানো হয়েছে। গ্রীষ্মের ছুটিতে সমুদ্র, দ্বীপ আর বন্ধুত্বের গল্প দেখতে আগ্রহী হয়ে উঠেছেন দর্শকরা।

‘আউটার ব্যাংকস’-এ অভিনয় করে আলোচনায় এসেছেন বেশ কয়েকজন তরুণ অভিনয়শিল্পী। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন— চেজ স্ট্রোকস, ম্যাডেলিন ক্লিন, ম্যাডিসন বেইলি, জনাথন ডেভিস।

সম্প্রতি নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ‘আউটার ব্যাংকস’-এর পঞ্চম কিস্তি নিয়ে আসার। তবে সঙ্গে দিয়েছেন একটি দুঃসংবাদও। এটিই হতে যাচ্ছে তাদের সিরিজ।