বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo
logo

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের থেরাপি চলছে লন্ডনে


উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০৬:৫৯ এএম

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের থেরাপি চলছে লন্ডনে

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। জানা যায়, ছয় মাস ধরে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে তার চিকিৎসা চলছে। শনিবার দুপুরে ইলিয়াস কাঞ্চনের শরীরের সবশেষ অবস্থা জানাতে দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাঁর জামাতা আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তাঁর চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ ইতিমধ্যে অপসারণ করা হয়।

পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন। ডাক্তারের সিদ্ধান্তের ওপর আস্থা রেখেই টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের অনুমতি আমরা দিয়েছিলাম।’

আরিফুল ইসলাম আরো বলেন, ‘বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। গতকাল শুক্রবার থেকে এটি শুরু হয়েছে।

এটিকে তাঁরা টার্গেট থেরাপি বলছেন। সোম থেকে শুক্রবার সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ থেরাপি চলবে। থেরাপি শেষে চার সপ্তাহ ডাক্তারের অবজারভেশনে বিশ্রামে থাকবেন তিনি।’

আরিফুল ইসলাম সবাইকে অনুরোধ করে বলেন, ‘চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই আব্বুর ফোন প্রায় বন্ধ থাকে, তাই অনেকেই যোগাযোগ করতে পারছেন না। সবাই তাঁর জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।