রবিবার, ৯ নভেম্বর ২০২৫
Logo
logo

সকালে গরম পানি খেয়ে দিন শুরু করলে কী উপকার


উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৫, ০৬:৫৮ এএম

সকালে গরম পানি খেয়ে দিন শুরু করলে কী উপকার

সকালে ঘুম থেকে উঠে খালিপেটে গরম পানি খান এ যুগের নায়ক-নায়িকা থেকে ইনফ্লুয়েন্সার প্রায় অনেকেই। তাদের দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। দাগহীন টানটান ত্বক। হয়তো সে জন্যই সাজগোজের সময় বিশেষ মেক আপ করতে হয় না তাদের।

আর এ জন্যই তারকাদের দেখা দেখি গরম পানি খাওয়ার অভ্যাস অনুসরণ করার কথা ভেবেছেন বা ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন বহু স্বাস্থ্য সচেতন মানুষ। কিন্তু জানেন কি, তা থেকে কী কী উপকার হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য সচেতনেরা ইদানীং বুঝতে শিখেছেন, শরীর ভালো রাখার জন্য অন্ত্র ভালো রাখা সবার আগে জরুরি। তার জন্য অনেকে অনেক রকম ডিটক্স পানীয় খান। কিন্তু সব থেকে ভালো ডিটক্স পানীয় কোনটি জানেন? পানি।

সকালে উঠে এক গ্লাস গরম পানি খেতে পারলে নানা রোগকে দূরে রাখা সম্ভব।

খালি পেটে গরম পানি খেলে কী উপকার

কিডনি : শরীরে জমা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে গরম পানি। এতে বিশেষ করে কিডনির স্বাস্থ্য ভালো থাকে।

হার্ট-পেশি-স্নায়ু : গরম পানি শরীরে রক্ত সঞ্চালনে সাহায্য করে।

যার ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে। পাশাপাশি, শরীরের বিভিন্ন পেশি এবং স্নায়ু সঞ্চালনও ভালো হয়।

ওজন কমাতে : সকালে উঠে খালি পেটে গরম পানি খেলে বিপাকের হারও বাড়ে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের কথায়, কেউ যদি ওজন কমানোর জন্য ডায়েট বা শরীরচর্চা শুরু করে থাকেন, তবে নিয়মিত গরম পানি রাখুন রুটিনে। অল্প দিনের মধ্যেই ফল দেখতে পাবেন।

ঠাণ্ডা লাগা : শীতকাল দরজায় কড়া নাড়ছে। আবহাওয়া পরিবর্তনের সময়ে তো বটেই, শীত পড়ার পরেও নাক বন্ধ হয়ে যাওয়া, গলায় জ্বালাভাব, নানা রকম সংক্রমণের সমস্যা হয়। অ্যালার্জির সমস্যা বাড়ে। বাড়ে ঠাণ্ডা লাগার প্রবণতা। সকালে খালিপেটে এক গ্লাস গরম পানি খেলে ওই সবকটি সমস্যাতেই আরাম মিলবে। নিয়মিত খেলে সমস্যা দূর হবে দ্রুত।

ত্বক : শুধু সকালে গরম পানি না খেয়ে একাধিক বার গরম পানি খেলে আরো বেশি উপকার পাওয়া যাবে। কারণ গরম পানি খাবার ভাঙতে সাহায্য করে। শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে দেওয়ায় তার প্রভাব পড়ে ত্বকে। ত্বক থাকে স্বাস্থ্যোজ্জ্বল, সমস্যা মুক্ত। ব্রণের সমস্যাও কমতে পারে এই অভ্যাসে।

ভালো ঘুম : গরম পানি স্নায়ুকে শিথিল করতেও সাহায্য করতে পারে বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা। প্রতিদিন ঘুমানোর আগে যদি গরম পানি খাওয়া হয় তবে তা মানসিক চাপ কমাতে এবং ভালো ঘুমেও সাহায্য করে।

সূত্র: আনন্দবাজার ডট কম