উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ০৫:০৬ এএম
দুই বাংলার জনপ্রিয় তারকা সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবনে দূরত্বের গুঞ্জন নতুন নয়। তবে সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে আবারও শোনা যাচ্ছে বিচ্ছেদের জল্পনা। যদিও এই জল্পনাকে বরাবরই হেসে উড়িয়ে দিয়েছেন তারা। তবুও, বছর ঘুরতে না ঘুরতেই তাদের সম্পর্ক আবারো নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিয়ের পর মিথিলা কলকাতায় সংসার শুরু করলেও বর্তমানে কন্যা আইরাকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হয়েছেন। মেয়েকে ঢাকার একটি স্কুলে ভর্তি করানোর পর থেকে মিথিলা তার মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন। অন্যদিকে, সৃজিত রয়েছেন কলকাতায়। দুই দেশে তাদের আলাদা বসবাসের বিষয়টি বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনে মিথিলার অনুপস্থিতি এই গুঞ্জনকে নতুন করে জোরালো করেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেয়েকে দূরে রেখে মিস করছেন সৃজিত। তবে দুজনের মধ্যে দূরত্ব সম্পর্কে এখনও স্পষ্ট কোনো মন্তব্য করেননি তারা।
সৃজিত-মিথিলার পরিচয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওর কাজের মাধ্যমে। সেখান থেকে বন্ধুত্ব ও পরে প্রেম। ২০১৯ সালের ৬ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মিথিলার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে, তিনি জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।