বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo
logo

হৃদয় খানের তৃতীয় সংসারে ভাঙনের খবর


উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০৮:৫৯ এএম

হৃদয় খানের তৃতীয় সংসারে ভাঙনের খবর

মডেল, অভিনেত্রী সুজানার সঙ্গে ডিভোর্সের পর ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। খবর ছড়িয়েছে, আর একসঙ্গে থাকছেন না হৃদয় ও হুমায়রা। অনেক দিন আগেই নাকি বিচ্ছেদ হয়েছে তাঁদের। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হৃদয় খান।

শোনা যাচ্ছে, হৃদয় খানের জীবনযাত্রা ও আচরণে অতিষ্ঠ হয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়রা। অনেক দিন আগেই পাঠিয়েছেন ডিভোর্স লেটার। তবে বিচ্ছেদের বিষয়টি দুই পরিবার থেকেই গোপন রাখা হয়েছে। এখনো এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নন হৃদয়। বিচ্ছেদের প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিষয়টি খুব সেনসিটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না।’

হৃদয় খানের এটি তৃতীয় সংসার। ২০১৫ সালের ১ আগস্ট মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেছিলেন তিনি। পরের বছর ২০১৬ সালের ৬ এপ্রিলেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। হৃদয়ের প্রথম স্ত্রীর নাম ছিল পূর্ণিমা আকতার।