বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo
logo

কাকে ব্ল্যাকমেইলার বললেন পরীমণি!


উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০২:৫২ এএম

কাকে ব্ল্যাকমেইলার বললেন পরীমণি!

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। প্রেম, বিয়ে, বিতর্ক নানা কারণে প্রায়ই আলোচনা-সমালোচনার জন্ম দেন এ অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম নয়। একাধিক প্রেম-বিয়ে ও বিচ্ছেদের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। নেটিজেনদের ধারণা, অভিনেত্রীর এমন রহস্যময় স্ট্যাটাস ও আলোচনার অন্যতম কারণ তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্কে ফাটল। 

জানা গেছে, ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের খবর বহুদিন ধরেই ছিল ‘ওপেন সিক্রেট’। তাদের ফেসবুক পোস্ট, ভিডিও এবং একসঙ্গে সময় কাটানোর ছবি ভক্তদের সহজেই সে সম্পর্কেরই বার্তা দিত। এমনকি সাদীর মায়ের বানানো বিভিন্ন পিঠার ভিডিও-ও পরীমনি ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে সম্পর্কের ইঙ্গিত ছিল স্পষ্ট।

তবে নেটিজেনদের ধারণা, দুই তারকার সেই সম্পর্কে ধরেছে ফাটল; চলছে মনোমালিন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে পরী-সাদীর রহস্যময় স্ট্যাটাসের পর বিষয়টি আলোচনায় এসেছে।

সে আলোচনায় নতুন করে যোগ হয়েছে শেখ সাদীর ফেসবুক স্ট্যাটাস। গত ১৪ এপ্রিল সাদীর সেই রহস্যময় স্ট্যাটাসে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘শেষ পর্যন্ত পরীটাও ছ্যাঁকা দিয়ে দিল।’ আরেকজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই সাদী ভাই।’

সাদীর এমন স্ট্যাটাসের পর ‘ব্ল্যাকমেইলার’ লিখে স্ট্যাটাস দিয়েছেন পরীও। তবে তার ব্ল্যাকমেইলার লিখা সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘর বন্ধ রাখলেও শেয়ার করে অনেকেই সাদীকে ট্যাগ করছেন। কেউ লিখছেন, ‘শেখ সাদী কিছু একটা করছে সম্ভবত।’ তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেননি।

গুঞ্জন রয়েছে, তাদের সম্পর্কের টানাপোড়েনের পেছনে রয়েছে পরীমনির বাসায় অল্প কিছুদিন কাজ করা এক গৃহকর্মীর ভূমিকা। সন্তানের দেখভালে নিয়োজিত সেই কর্মীকে পরীমনি বাসা থেকে বের করে দেন। এরপর ওই গৃহকর্মী পরীমনি ও সাদী সম্পর্কে বিভিন্ন মুখরোচক কথা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন।

পরীমনির ঘনিষ্ঠজনরা এই অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা বলেন, এই অপপ্রচারের কারণেই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এতে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে