বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo
logo

শুটিং শুরু পঞ্চায়েত চারের, মুক্তি সামনে বছর


উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০৫:০৬ এএম

শুটিং শুরু পঞ্চায়েত চারের, মুক্তি সামনে বছর

ফুলেরা গ্রাম, সেখানকার কিছু মানুষ আর স্থানীয় পঞ্চায়েত অফিস—এ নিয়েই ‘পঞ্চায়েত’ সিরিজের কাহিনি। শহরের ছেলে অভিষেক ত্রিপাঠী সচিবের চাকরি পায় ওই পঞ্চায়েত অফিসে।

শুরুর দিকে গ্রামীণ পরিবেশে একেবারেই মানিয়ে নিতে পারে না। ধীরে ধীরে সে-ও জড়িয়ে পড়ে গ্রামের মানুষের ভালোবাসায়।

হাসি-বেদনা আর বাস্তবতার মিশেলে তৈরি এ সিরিজ পছন্দ করেছেন দর্শক। আগের তিনটি সিজন জনপ্রিয় হওয়ার পর চলছে চতুর্থ মৌসুমের প্রস্তুতি। শুটিং শুরু হয়েছে ২৫ অক্টোবর থেকে।

শুটিংয়ের বেশ কিছু ছবি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে প্রাইম ভিডিও। পঞ্চায়েত ৪ মুক্তি পাবে আগামী বছর।