উত্তরভূমি বার্তাকক্ষ প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ১১:৪১ পিএম
হলিউডের প্রখ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ। চলচ্চিত্র ইতিহাসে সর্বকালের সেরা নির্মাতাদের একজন বিবেচনা করা হয় তাকে। জানুয়ারিতে প্রয়াত হন এ গুণী নির্মাতা। অনন্তলোকে চলে গেলেও লিঞ্চ রেখে গেছেন তাঁর অমর সৃষ্টিকর্ম।
সেই সঙ্গে ব্যবহৃত অসংখ্য জিনিসপত্র। এর মধ্য থেকে ৪৫০টি আইটেম নিয়ে বুধবার অনুষ্ঠিত হয়েছে একটি নিলাম। যেখানে লিঞ্চের ডিরেক্টরস চেয়ার (যে চেয়ারে বসে শুটিং সেটে নির্দেশনা দেওয়া হয়) বিক্রি হয়েছে ৯১ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকারও বেশি।
এ নিলামে মোট ৪২ লাখ ৫০ হাজার ডলারের জিনিস বিক্রি হয়েছে।
যার বাংলাদেশি মূল্য ৫১ কোটি ৯৯ লাখ টাকারও বেশি। নিলামটি অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ার পেনিনসুলা বেভারলি হিলস হোটেলে। পাশাপাশি অনলাইনেও অনেক ক্রেতা অংশ নেন।
নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে লিঞ্চের অসম্পূর্ণ একটি ছবির ১১টি চিত্রনাট্য।
‘রনি রকেট : দ্য আবসার্ড মিস্ট্রি অব দ্য স্ট্রেঞ্জ ফোর্সেস অফ এগজিস্টেন্স’-এর নামের চিত্রনাট্যটি বিক্রি হয় এক লাখ ৯৫ হাজার ডলারে। দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ‘মালহল্যান্ড ড্রাইভ’ ছবির চিত্রনাট্য; এক লাখ চার হাজার ডলারে। লিঞ্চের কালজয়ী সৃষ্টি ‘টুইন পিকস’ সিরিজের ‘নর্থওয়েস্ট প্যাসেজ’ পর্বের চিত্রনাট্য বিক্রি হয়েছে ৯১ হাজার ডলারে।
নিলামটি পরিচালনা করেছে জুলিয়েনস অকশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাথরিন উইলিয়ামসন বলেন, ‘এ নিলামের প্রত্যেকটি জিনিস হলো একেকটি জানালার মতো, যা দিয়ে লিঞ্চের পরাবাস্তব ও আপসহীন সৃজনশীল জগতে প্রবেশ করা যাবে।
নিলামটির বৈশ্বিক সাড়া প্রমাণ করে, লিঞ্চের অবদান সংস্কৃতি অঙ্গনে কতটা গুরুত্বপূর্ণ।’