বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

মেয়েকে মাইলস্টোনে ভর্তি করাতে চেয়েছিলেন তিশা, কাঁদলেন লাইভে

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৩৯এএম

মেয়েকে মাইলস্টোনে ভর্তি করাতে চেয়েছিলেন তিশা, কাঁদলেন লাইভে

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন। এ ঘটনায় সাধারণের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনেও। তারকাদের একের পর এক শোকবার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

শোক জানিয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশাও। অভিনেত্রী জানিয়েছেন, নিজের মেয়েকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভর্তি করাতে চেয়েছিলেন তিনি।

এ মর্মান্তিক দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তাসনুভা তিশা কান্নায় ভেঙে পড়েন। লাইভে তিশা বলেন, ‘আপনারা যদি বাসায় থাকেন অথবা আপনাদের ওয়ার্কিং স্পেসে থাকেন অথবা যেখানে থাকেন, চেষ্টা করবেন আসতে, উত্তরায় যেসব হাসপাতালে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিনেত্রী বলেন, ‘আমার মনে হচ্ছে যে তারা আমার সন্তান। দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখুক। এ বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে। আমার মেয়েকে ভাবছিলাম মাইলস্টোনে ভর্তি করাব, আমার এটা চিন্তা করতে এখন কলিজা কাঁপছে।

তিশার ভাষ্য মতে, ‘আমি আসলে কী করব, কিছু করার নেই। আমি এখন একটা নাটকের শুটিংয়ে আছি, বসে থেকে একটার পর একটা নিউজ দেখছি। আমি এটা অনুভব করতে পারি, আমার নিজের বাচ্চারা আছে।’

গতকাল দুপুর ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের ৫ নম্বর ভবনে আছড়ে পড়ে। ভবনটির নাম প্রজেক্ট-২।

ওই ভবনে দুটি তলা মিলে মোট ১৬টি ক্লাসরুম। এর মধ্যে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস হতো। ছুটির পর ভবনটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কোচিং করছিল। ভবনটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসরুমের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরো ৭৮ জন।