বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

দেশে ফিরে ছেলেকে চমকে দিলেন অপূর্ব

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৫পিএম

দেশে ফিরে ছেলেকে চমকে দিলেন অপূর্ব

দীর্ঘ সাত মাস পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা বসবাস করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকায় ফেরেন তিনি। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর আমেরিকায় গিয়েছিলেন। তারও আগে ২০২১ সালেও দেশটিতে গিয়ে মাস দুয়েক থেকে এসেছিলেন অপূর্ব।

টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করা এ অভিনেতা ‘বড় ছেলে’ নাটকের জন্য দর্শকদের কাছে বেশি পরিচিতি পান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 

দীর্ঘদিন আমেরিকায় থেকে দেশে ফেরায় ছিল অপূর্বের একটি বড় চমক। খবরটি জানাননি ছেলে আয়াশকে। চুপিসারে ঘরে ফিরেই ঘুমন্ত আয়াশকে চমকে দেন এ অভিনেতা। 

মঙ্গলবার বাবা-ছেলের আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে নিয়েছেন অপূর্ব। ভিডিওর ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে এ অভিনেতা লিখেছেন, ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।

জানা গেছে, খুব শিগগির অভিনয়ে ফিরছেন অপূর্ব। অংশ নেবেন নির্মাতা শিহাব শাহীনের ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় সিজনের শুটিংয়ে।