বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

যখন আর কিছু হারানোর ছিল না, তখনই সাফল্য আসতে শুরু করে: শুভশ্রী

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১০:১০এএম

যখন আর কিছু হারানোর ছিল না, তখনই সাফল্য আসতে শুরু করে: শুভশ্রী

টালিউডের জনপ্রিয় জুটি ছিলেন দেব-শুভশ্রী। পর্দার বাইরেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই জুটি। দীর্ঘদিন প্রেম করেছিলেন দুজন। তবে শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায় তাদের। 

এত বছর পর সেই সম্পর্কের স্মৃতিচারণ করলেন শুভশ্রী। জানালেন, বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

জি বাংলার এক পুরোনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে অতিথি হয়ে এসে শুভশ্রী নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা শোনালেন। 

তিনি বলেন, ‘আমি খুব ছোট বয়সে জীবনের খারাপ সময়টা দেখেছি। একটা সময় কাজ থেকেও আমার মন উঠে গিয়েছিল। নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দিই। পরাণ যায় জ্বলিয়া রেৃ ছবির পর কাজ করাই বন্ধ করে দিই।’

তবে সিদ্ধান্ত নেওয়ার পর যেই সম্পর্কের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, সেটাই টিকল না। আর তখনই বুঝেছিলেন জীবনের অনিশ্চয়তা।

শুভশ্রী বলেন, ‘সেই সময় আমি আমার চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্ট বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি থাকলেও, পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম।’

তবে জীবনের সেই কঠিন সময়ও নায়িকাকে ভেঙে দিতে পারেনি। তিনি বলেন, ‘যখন আমার আর কিছু হারানোর ছিল না, তখনই বলেছিলাম—যা পাব সেটাই আমার প্রাপ্তি হবে। তারপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করে।’

ভালোবাসা নিয়ে তার বিশ্বাস আজও অটুট। শুভশ্রীর ভাষায়, ‘আমি ভালোবাসাকে কখনও অস্বীকার করিনি। খারাপ অভিজ্ঞতা হলেও ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি। পৃথিবীর সব মানুষই ভালোবাসার খোঁজে আসে। পেশা, টাকা—সব কিছু পরে আসে। ভালোবাসা থাকলে সবটাই সহজ হয়ে যায়।’

বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সুখে সংসার করছেন শুভশ্রী। ছেলে ইউভানকে নিয়ে এখন তার ঘর ভরা আনন্দ। এর মধ্যেই প্রাক্তন দেবের সঙ্গে ধুমকেতু নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী।