বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

মুক্তির দিনেই অনলাইনে মিলছে রজনীকান্তের ‘কুলি’

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৬:৩৯পিএম

মুক্তির দিনেই অনলাইনে মিলছে রজনীকান্তের ‘কুলি’

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হলো রজনীকান্তের নতুন অ্যাকশন-ড্রামা ছবি ‘কুলি’। প্রেক্ষাগৃহে চালানোর কয়েক ঘণ্টার ব্যবধানেই অনলাইনে পাওয়া গেছে সিনেমাটি। ১৪ আগস্ট মুক্তির দিন দুপুরেই টেলিগ্রাম চ্যানেলসহ বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে এইচডি প্রিন্টে দেখা গেছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছবির অবৈধ কপি সার্চ ইঞ্জিনে ‘কুলি ফ্রি ডাউনলোড’ হিসেবে ট্রেন্ডিং হতে শুরু করে। তামিলরকার্স, পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদা সহ একাধিক কুখ্যাত পাইরেসি সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে ছবি। কিছুক্ষণের মধ্যেই লিঙ্ক পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া এবং টেলিগ্রামের বড় বড় চ্যানেলে। ফলে ছবির প্রথম দিনের থিয়েটার ব্যবসাও ঝুঁকির মুখে পড়েছে।

এমন পরিস্থিতিতে ছবির টিম এবং রজনী ভক্তরা নেটদুনিয়ায় অনুরোধ জানাচ্ছেন, ‘থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড এড়িয়ে চলুন। পাইরেসি সরাসরি বক্স অফিস সংগ্রহে প্রভাব ফেলে।’

‘কুলি’ পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। প্রধান চরিত্রে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুন, আমির খান এবং শ্রুতি হাসান।