বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তারকাদের শোক প্রকাশ

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৪:৪২পিএম

বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তারকাদের শোক প্রকাশ

১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নির্মমতম ঘটনায় সপরিবারে প্রাণ হারান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোবিজ অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।

শুক্রবার দুপুরে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করে লিখেছেন, ‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

অভিনেত্রী নাজিফা তুষি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’ আজমেরী হক বাঁধন গত বছরের একটি শ্রদ্ধাজ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে তাতে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’

অভিনেতা আরশ খান বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেছেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি। কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।’

অভিনেতা ইরফান সাজ্জাদ পোস্টে লিখেছেন, ‘আমি কোনো দল করিনা। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।’

শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে জাহের আলভী লিখেছেন, ‘কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন শেখ মুজিবুরের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কোনো জেল জুলুমই আমাকে কোনোদিন টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে... বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা।’

মডেল পিয়া জান্নাতুল শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমরা কখনো ইতিহাস ভুলতে পারব না, আমরা কখনো আমাদের শিকর ভুলতে পারব না।’

সংগীতশিল্পী কোনাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।’

ব্যান্ড আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা বঙ্গবন্ধুর প্রশংসা করে দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘হরেক রঙের ‘সব্যসাচী’র ভিড়ে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি... তুমিই বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয়।’