বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

পাঁচ বছর পর দেশে ফিরলেন শাবানা

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪এএম

পাঁচ বছর পর দেশে ফিরলেন শাবানা

দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা। অভিনয় ছেড়েছেন দুই দশক পেরিয়েছে। সেই সময়ে দেশেও ছেড়েছেন অভিনেত্রী। এর মাঝে বদলে গেছে অনেক কিছুই। দেশের টানে, মায়ার টানে, মাঝে মধ্যেই কালেভদ্রে দেশে আসেন তিনি। এবার যেমন এলেন দীর্ঘ পাঁচ বছর পর।

গণমাধ্যমকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করেন অভিনেত্রী। বেশ কয়েক দিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে রয়েছেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা।

ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে শাবানার অভিনয়ের যাত্রা শুরু। পরিচালক এহতেশামের সেই সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। পরে পাঁচ বছর পর নায়িকা হিসেবে এহতেশাম পরিচালিত ‘চকোরী’ সিনেমায় অভিষেক হয় তার। যে সিনেমায় তার নায়ক ছিলেন পাকিস্তানি অভিনেতা নাদিম।

দেশান্তরী হওয়ার ২৫ বছর অভিনয় থেকে দূরে সরে আছেন অভিনেত্রী শাবানা। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং পরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত ৫ বছরে আসা হয়নি এ অভিনেত্রীর।

এর আগে শাবানা দেশে ফিরেছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। সেই সময় তিনি জানিয়েছিলেন— সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনাও করতে পারেন। কিন্তু তা আর হয়ে উঠেনি। পরে মনোকষ্টে ফিরে যান যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি আবার দেশে ফিরেছেন অভিনেত্রী। রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে উঠেছেন অভিনেত্রী।