বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

ফের জুটি বাঁধলেন মিম-সিয়াম

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪এএম

ফের জুটি বাঁধলেন মিম-সিয়াম

ঢাকাই সিনেমার অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম। ‘দামাল’ সিনেমার পর ‘অন্তর্জাল’-এ দু’জনকে একসঙ্গে দেখা যায়। সিনেমাটি গত বছর মুক্তি পায়। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। ফের আবারও তারা জুটি বাঁধলেন।

তবে এবার সিনেমায় নয়। একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন দু’জন। অভিনয়ের পাশাপাশি সিয়াম-মিম দুজনই করপোরেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। একাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন তারা।

সম্প্রতি এক আয়োজনের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন দু’জন। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমি আর মিম সিনেমায় খুব বেশি কাজ করিনি। তবে আমরা ভালো বন্ধু। আমরা একসঙ্গে মডেলিং করেছি অনেক।

এবার একসঙ্গে শুভেচ্ছাদূত হয়ে ভালো লাগছে।’ বিদ্যা সিনহা মিম বলেন, ‘নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হলাম, ভালো লাগছে। আগেই আমি আর সিয়াম এ ব্র্যান্ডের দুটি প্রমোশনাল কাজ করেছি। মানুষ সেই কাজ দুটি খুব পছন্দ করেছে।’