বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

যানজটে পড়ে অপরিচিতের বাইকে অভিনেত্রী শর্মিলা, অতঃপর...

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৪১পিএম

যানজটে পড়ে অপরিচিতের বাইকে অভিনেত্রী শর্মিলা, অতঃপর...

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জীবনের এক মজার অভিজ্ঞতা জানালেন তার মেয়ে ও অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি এক পডকাস্টে সোহা বলেন, দিল্লিতে বসবাসরত তার মা একবার ভয়াবহ যানজটে পড়েন এবং অপরিচিত এক নারীর স্কুটারে চেপে গন্তব্যে যান।

ঘটনাটি প্রসঙ্গে সোহা বলেন, ‘একদিন মা একটি বই প্রকাশনা অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ভয়াবহ যানজট ছিল। তখন তিনি গাড়ি থেকে নেমে এক নারীকে থামান, যিনি স্কুটারে যাচ্ছিলেন। তাকে অনুরোধ করেন অনুষ্ঠানস্থলের কাছাকাছি নামিয়ে দিতে।’

এই ঘটনার সময় শর্মিলার বয়স ছিল ৮০ বছর। বিষয়টি শুনে সোহা অবাক হয়ে বলেছিলেন, ‘আম্মা, এটা কিন্তু দিল্লি!’ জবাবে শর্মিলা ঠাকুর জানান, ‘ওই নারী আমাকে অর্ধেক পথ পৌঁছে দিয়েছিলেন, বাকি পথ আমি হেঁটে গেছি।’

সম্প্রতি সোহা নিজের জন্মদিন উপলক্ষে মায়ের সঙ্গে সময় কাটানোর কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, মা-মেয়ে ও বোন সাবা আলি খান মিলে ঘরোয়া পরিবেশে উদযাপন করছেন জন্মদিন।

১৮ বছর পর তিনি সুমন ঘোষ পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘পুরাতন’-এর মাধ্যমে বড় পর্দায় ফিরে আসেন। ছবিটি এ বছরের অন্যতম সফল বাংলা ছবি হিসেবে প্রশংসিত হয়েছে। তবে শর্মিলা ঠাকুর এখনও তার পরবর্তী প্রকল্পের ঘোষণা দেননি।