বুধবার, ৮ অক্টোবর ২০২৫
Logo

দাগি’র টিজারে তিন লুকে আফরান নিশো

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৭:৪২পিএম

দাগি’র টিজারে তিন লুকে আফরান নিশো

অপেক্ষা শেষ হলো। আফরান নিশো এলেন পর্দার ‘দাগি’ হয়ে। প্রায় দুই বছর পর নতুন সিনেমায় নতুন লুকে তিনি হাজির হলেন দর্শকের সামনে। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা দাগি। মঙ্গলবার বিকেলে প্রকাশ পেল এক মিনিটের টিজার, তাতেই নড়েচড়ে বসেছেন ভক্তরা।

টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাঁকে পাওয়া যায় স্বাভাবিক চেহারায় আর একেবারে শেষে তাঁকে পাওয়া যায় ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।

এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। এটা তো মাত্র প্রথম ঝলক, আরও অনেক চমক একে একে আসতে থাকবে।’

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকেরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখল, খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবে, তখনই আমাদের চেষ্টা সার্থক হবে।’

এবার ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা, সেগুলোর মধ্যে প্রচারের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে দাগি। এ বিষয়ে প্রযোজকের বক্তব্য, ‘প্রচার আগেও করছি না, আবার দেরি করেও করছি না, এটা যখন হওয়ার কথা তখনই হচ্ছে। শুরু থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম, কখন কোন প্রোমোশনটা যাবে।’

নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে অভিনেতা বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে।’

দাগি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে। দাগিকে বলা হচ্ছে, মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প। এ ধরনের গল্প দেশের দর্শক আগে দেখেনি বলে দাবি নির্মাতার।