অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) ১৭তম মৌসুমে মিলল প্রথম কোটিপতি। উত্তরাখণ্ডের বাসিন্দা আদিত্য কুমার জিতেছেন ১ কোটি টাকা। অনুষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত প্রোমোতে ধরা পড়েছে সেই আনন্দঘন মুহূর্ত।
বর্তমানে গুজরাটের একটি তাপবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে কর্মরত আদিত্য পেশায় সিআইএসএফের ডেপুটি কমান্ড্যান্ট। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত (এনএসই) পরীক্ষায় তিনি ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন।
প্রোমোতে নিজের জীবনসংগ্রাম নিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলতে শোনা যায় তাকে। আদিত্য বলেন, “শিক্ষা অত্যন্ত জরুরি এবং সেই কারণেই আমি আজ এই আসন পর্যন্ত পৌঁছোতে পেরেছি। এই যাত্রাপথ খুব সহজ ছিল না। ছোট্ট ঘরে থেকেছি, বন্ধুদের থেকে দূরে থেকেছি, নিজেকে রীতিমতো ঘরবন্দি করে এক বছর প্রস্তুতি নিয়েছিলাম। সে কারণেই আজ আমি এখানে।”
আদিত্যের কথায় মুগ্ধ হয়ে হাততালিতে ফেটে পড়েন দর্শক। বাহবা দেন বিগ বি নিজেও। এর পরেই ঘোষণা আসে— ১ কোটি টাকা জিতেছেন আদিত্য। খুশির জোয়ারে আবেগে ভেসে জড়িয়ে ধরেন অমিতাভকে। স্টুডিওতে উপস্থিত তার বাবা-মাও ছেলের এই মাইলফলক ছোঁয়ায় গর্বিত হয়ে ওঠেন।
প্রোমোর শেষ দৃশ্যে দেখা যায়, কোটি টাকা জয়ের পর ৭ কোটির প্রশ্নের দিকেও এগিয়ে যাচ্ছেন আদিত্য। দর্শক এখন অপেক্ষায়, এই মৌসুমে ইতিহাস গড়ে ৭ কোটি টাকার মালিক হবেন কি না উত্তরাখণ্ডের এই যুবক।