বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
Logo

ধারাবাহিকে ফিরছেন পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:৪৮পিএম

ধারাবাহিকে ফিরছেন পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা

স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন মধুমিতা সরকার। শেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরেক ধারাবাহিক ‘কুসুম দোলা’ নাটকে। এরপর সিনেমা ও ওয়েব সিরিজে একের পর এক কাজ করে যান অভিনেত্রী। 

তবে আবার ফিরছেন ছোটপর্দায়। এবার তাকে নতুন চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের ট্রেলার।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’য় এবার র‌্যাপারের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। 

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক নাটকের গল্পটি ঠিক এমন— সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকদের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে। যদিও এ ধারাবাহিকের ট্রেলার দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সামাজিক মাধ্যমে ট্রেলার প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়। এখন দেখার বিষয়— মধুমিতার নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক।